শম্ভুনাথ সেনঃ
ইদানিং রক্তের সংকট মোকাবিলায় এবং অসহায় মানুষজনদের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা নিয়ে বহু সংগঠন এগিয়ে এসেছে। স্বেচ্ছায় রক্তদান অভিযানে নজির গড়েছে “বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশন”। এই সংগঠনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২-৩ মার্চ, ২০২৪ বর্ধমান মেডিকেল কলেজ অডিটোরিয়ামে। সংগঠনের পক্ষ থেকে তার প্রস্তুতি ও প্রচার শুরু হয়েছে বীরভূমে। স্বেচ্ছায় এগিয়ে এসেছে আরো অন্যান্য সংগঠনও। রক্তদান অভিযানকে আরো জনমুখী করার লক্ষ্যে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতৃত্বরা। গত ২৩ ফেব্রুয়ারী জেলা সদর সিউড়িতে এই সংগঠনের সঙ্গে অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থা একটি সভায় মিলিত হন। রাজ্য সংগঠনের প্রচার প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সম্পাদক তথা শিক্ষক নুরুল হক।
ছবি ও ভিডিও: মোহাম্মদ আমিন নাশীদ, সিউড়ি: বীরভূম