বীরভূমের মুরারইতে রক্তদান শিবির, বস্ত্রদান ও চক্ষু পরীক্ষা শিবির

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের কাহিনগর লক্ষ্মীমণি বিদ্যাপীঠ প্রাঙ্গণে আজ ২৫ ফেব্রুয়ারী একটি রক্তদান শিবির, শীতবস্ত্র প্রদান ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। স্থানীয় কাহিনগর সাথী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগ এবং সবুজ সংঘ ক্লাবের সহযোগিতায় এই রক্তদান শিবিরে অন্তত ৮০ জন যুবক যুবতী স্বেচ্ছায় রক্তদাতা রক্তদান করে। সবুজ সংঘ ক্লাবের আর্থিক সহায়তায় এলাকার প্রায় ৪০০ জন আদিবাসী মানুষের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেওয়া হয়। স্থানীয় ৫০ জন মানুষের চক্ষু পরীক্ষা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে সবুজ সংঘ। এ তথ্য জানিয়েছেন ক্লাবের সেক্রেটারি সামিউল ইসলাম। আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন মুরারই বিধানসভার বিধায়ক ডাঃ মোশারফ হোসেন, বীরভূম জেলা পরিষদের সদস্য প্রদীপ কুমার ভক্ত, স্থানীয় পলশা গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝরনা কাপুরী, মুরারই এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ফাল্গুনী সিংহ, এলাকার বিশিষ্ট সমাজসেবী আজহারুল ইসলাম প্রমুখ।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *