মেহের সেখঃ
চাকদহ কলেজের সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে চাকদহ কলেজ এবং আন্তর্জাতিক বঙ্গ বিদ্যা পরিষদের যৌথ উদ্যোগে ১০ মে মঙ্গলবার “বাঙালি সত্তার স্বরাজ সন্ধান : সাম্প্রতিক সময়ে” বিষয়ে চাকদহ কলেজের ‘বিদ্যাসাগর সভাগৃহে’ জাতীয় স্তরের একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভার শুভ সূচনা করেন চাকদহ কলেজের অধ্যক্ষা ড. স্বাগতা দাস মহান্ত। অতিথি হিসেবে প্রথম থেকেই উপস্থিত ছিলেন আসামে দীর্ঘদিন ধরে বাঙালিদের জন্য কাজ করে চলা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. তপোধীর ভট্টাচার্য। এছাড়াও ছিলেন দিল্লী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ অমিতাভ চক্রবর্তী এবং বারাসত স্টেট ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপিকা ডঃ সোমা ভদ্র রায়।