নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
গত ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্ম জয়ন্তী উপলক্ষে ২৪ শে বৈশাখ ইংরেজির ৮ মে ইয়ং নাট্য সংস্থার উদ্যোগ ও তাদের ছোটোদের বিভাগ নাটক নাটক খেলার ভাবনায় এবং সিউড়ি সবুজের অভিযানের সহযোগিতায়, “কবি প্রণতি ” শীর্ষক একটি রবীন্দ্র সন্ধ্যা অনুষ্ঠিত হল সিউড়ি সবুজের অভিযানের সুকুমার মঞ্চে। সবুজের অভিযানের কর্ণধার সদ্য প্রয়াত কাঞ্চন সরকারের ছোটোদের জন্য নির্মিত এই মঞ্চে ‘নাটক নাটক খেলা’র ছোটরা একগুচ্ছ রবীন্দ্র সৃষ্টি উপহার দিলো। সংগীত, নৃত্য, বাদ্য, কথা কবিতায় ভরে উঠলো সবুজের অভিযানের প্রাঙ্গণ। সমগ্র মঞ্চ জুড়ে ছোটোদের তৈরি রবীন্দ্র সৃষ্টির কোলাজধর্মী পেপার ওয়াল দিয়ে সাজানো হয়েছিলো। এদিন সবুজের অভিযান কর্তৃপক্ষের তরফে মাননীয়া জবা সরকার রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করে প্রারম্ভিক বক্তব্য পেশ করেন। মেরিনা বানুর পরিচালনায় সমবেত সংগীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর মঞ্চে সিওনা, পতত্রী, অনিকেত, নৈঋত, সুস্মিতা, পলাশ, সৃজিতা, সোহিনী, দেবিকা, শ্রাবনী, স্নেহা, অর্কপ্রভ, অলিভিয়া, অর্চিতা, সীমা, দীপ্যমান সহ বহু ছোট্ট বন্ধুরা রবীন্দ্র গান, কবিতা, স্পিচ প্রভৃতি পরিবেশনের পাশাপাশি ফুল, মৌমিতা, নৌরিন, মেঘা, শম্পা, অঙ্কিতা, আনিসা সহ আরও বহু ক্ষুদে শিল্পীদের নৃত্যে রবীন্দ্রসন্ধ্যা জমে ওঠে। ছোটোদের সাথে ইয়ং পরিবারের বড়রাও তাদের রবীন্দ্র সাংস্কৃতিক সম্ভার নিয়ে মঞ্চে হাজির ছিলেন। একে একে মেরিনা বানু, বিমল কুমার সোম, পাপিয়া বর্মন, অঙ্কিতা সিনহা, সঙ্ঘমিত্রা সরকার কবিরাজ, শুক্লা দত্ত, মিষ্টি মন্ডল, অনিন্দিতা দাস, তনয়া সাধু ব্যানার্জী, স্বাতী চ্যাটার্জী, সমদত্তা চট্টোপাধ্যায় প্রমুখ শিল্পীরা রবীন্দ্র সৃষ্টি পরিবেশনে কবিকে প্রণতি জানান। নির্মাল্য সোম রচিত টেক্সট এর উপর সমগ্র অনুষ্ঠানটিকে সু সঞ্চালনায় সাজিয়ে তোলেন বৈশাখী ধর। সামগ্রিক তত্বাবধানে ছিলেন সন্তু রুজ, সম্রাট মুখার্জী, গোপীনাথ চৌধুরী ও নির্মাল্য সোম প্রমুখ ইয়ং কর্মীবৃন্দ। উপস্থিত সকল দর্শকবৃন্দ রবীন্দ্র চেতনায় উদ্বুদ্ধ ও মুগ্ধ বলে দর্শকদের তরফে জানা গেছে। সবুজের অভিযানে সুকুমার মঞ্চে এই অনুষ্ঠান অত্যন্ত সফল ভাবে অনুষ্ঠিত হওয়ায় সকলেই খুশি বলে আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে।