বিজয়কুমার দাসঃ
সারা দেশে ৫৫৪ রেলস্টেশন ও ১৫০০ রোড ওভারব্রিজ এবং আন্ডারপাসের শুভ সূচনার আওতায় আনা হয়েছে সাঁইথিয়া রেল স্টেশনকেও। ২৬ ফেব্রুয়ারি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি ভার্চুয়ালি উদবোধন করলেন এই প্রকল্পের। এই উপলক্ষে সাঁইথিয়া স্টেশন প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল একটি অনুষ্ঠানের। সারা দেশের সঙ্গে সাঁইথিয়া স্টেশনের বিভিন্ন উন্নয়নের প্রকল্পর শুভ সূচনা ঘোষিত হল। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সাঁইথিয়াবাসীর দাবি ছিল স্টেশনের আধুনিকীকরণ নিয়ে। জানা গেছে, অমৃত ভারত প্রকল্পে সাঁইথিয়া স্টেশনের ব্যাপক উন্নয়নের প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। স্টেশনে প্লাটফর্ম সংস্কার, ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড, চলমান সিঁড়ি, র্যাম্প তৈরি হবে বলেও ঘোষণা করা হল এই অনুষ্ঠানে। ইতিমধ্যেই পুরনো দপ্তর ভেঙে গড়ে উঠেছে নতুন ভবন।সেখানে টিকিট কাউন্টার, যাত্রী বিশ্রামাগার, অনুসন্ধান কার্যালয় ইতিমধ্যেই স্থানান্তরিত হয়েছে৷
এদিনের অনুষ্ঠানে সাঁইথিয়ায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রেল দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সহ দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা। তিনি তাঁর বক্তব্যে জানালেন, প্রধানমন্ত্রী সারা দেশে ৫৫৪ রেল স্টেশনের উন্নয়নের প্রকল্প গ্রহণ করেছেন। এ এক অভাবনীয় উন্নয়নের ইতিহাস। ৪১০০০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে দেশের রেল পরিকাঠামোর উন্নয়নে। বিধায়ক শ্রীসাহা তাঁর বক্তব্যে বলেন, সাঁইথিয়া শহরে আছে সতীপীঠ নন্দিকেশ্বরী। এছাড়া বর্ধমান, মূর্শিদাবাদ, মালদহ সহ ঝাড়খন্দ, উত্তরবঙ্গে যাতায়াতের উল্লেখযোগ্য কেন্দ্র সাঁইথিয়া স্টেশন। এই স্টেশনকে অমৃত ভারত প্রকল্পে আনার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে অভিনন্দন জানান তাঁর বক্তব্যে। অনুষ্ঠানে শহরের বিভিন্ন শ্রেণির মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।
জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ছিলেন রেল দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ। অনুষ্ঠান মঞ্চ থেকে বসে আঁকো প্রতিযোগিতার সফল প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া ছিল দেশাত্মবোধক নৃত্যানুষ্ঠান। দর্শক আসনে কিছুক্ষণের জন্য উপস্থিত হয়েছিলেন তৃণমূলের সাঁইথিয়া ব্লক সভাপতি সাবের আলি খান। দুপুর ১২-২০ মিনিটে জায়েন্ট স্ক্রীনে দর্শকদের সাথে সংযোগ ঘটানোর পর দেখানো হল ভারতের প্রধানমন্ত্রী কর্তৃক অমৃত ভারত প্রকল্পের শুভ উদবোধন ও শিলান্যাস পর্ব। উপস্থিত শ্রোতা দর্শকরা করতালি দিয়ে জায়েন্ট স্ক্রীণে প্রদর্শিত এই উদবোধন পর্বকে অভিনন্দিত করলেন।