শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সদর সিউড়ি রেলস্টেশন থেকে আজ ২৬ ফেব্রুয়ারী বিকেল ৫ টায় অযোধ্যার উদ্দেশ্যে ছাড়লো আস্থা স্পেশাল ট্রেন। বীরভূমের রামলালা দর্শনের যাত্রীদের ছিল টানটান উৎসাহ আর উদ্দীপনা। আজ এই প্রথম বীরভূমের সিউড়ি স্টেশন থেকে এই ট্রেন অযোধ্যার উদ্দেশ্যে যাত্রা করল। এই ট্রেনে যাত্রী ছিলেন ১,৩৪৪ জন। যেসব দর্শনার্থীরা অযোধ্যা যাচ্ছেন তাঁদেরকে স্বাগত জানানোর জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা স্টেশনে উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে আজ বীরভূমের সিউড়ী স্টেশন মিলন মেলায় পরিণত হয়। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সম্পাদক সিউড়ির ভূমিপুত্র জগন্নাথ চট্টোপাধ্যায়, বীরভূমের বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা, দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপকুমার সাহা সহ বিজেপির কর্মী-সমর্থকরা। বীরভূমের রাজনগর, দুবরাজপুর, সিউড়ি, পুরন্দরপুর, সাহাপুর, তাঁতিপাড়া এমন বিভিন্ন এলাকার যাত্রীরা রামলালা দর্শনের উদ্দেশ্যে অযোধ্যায় যান।
ভিডিওঃ মোহাম্মদ আমিন নাশিদ, সিউড়ি, বীরভূম