বীরভূমের লাভপুর নাট্য বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো কলকাতার ‘উষ্ণিক’ নাট্যগোষ্ঠীর নাটক “বৃষ্টি বৃষ্টি”

শম্ভুনাথ সেনঃ

ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে এবং বীরভূম সংস্কৃতি বাহিনীর দায়িত্বে লাভপুরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে নির্মিত তারাশঙ্কর ভবনে সগৌরবে চলছে নাট্য বিদ্যালয়ের ক্লাস। বীরভূমে প্রথম লাভপুরে তারামাডাঙ্গায় তারাশঙ্কর ভবনে গড়ে উঠেছে নাট্য শিক্ষার জন্য একটি বিদ্যালয়। ভারতীয় বিদ্যাভবন কলাকেন্দ্র এবং বীরভূম সংস্কৃতি বাহিনীর যৌথ উদ্যোগে ২০২৩ এর ৬ আগষ্ট থেকে এই বিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছে।

গতকাল ২৫ ফেব্রুয়ারি, রবিবার এই নাট্যবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ক্লাস নিতে এসেছিলেন বাংলা নাটকের এবং চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় এবং ঈশিতা মুখোপাধ্যায়। সকালে ক্লাস নেওয়ার পর তাঁরা ঘুরে দেখেন কালিকাপুর নাট্য আশ্রম। এদিনই সন্ধ্যে সাড়ে ছ’টায় তারাশঙ্কর ভবনের অন্তরঙ্গ পরিবেশে নাট্য নির্দেশক ঈশিতা মুখোপাধ্যায়ের নির্দেশনায় পরিবেশিত হয় কলকাতা “উষ্ণিক” নাট্যগোষ্ঠীর নাটক – ‘বৃষ্টি বৃষ্টি’। প্রাপ্তবয়স্কদের জন্য এটি একটি অন্য ধারার নাটক।

উল্লেখ্য, পরিবর্তনশীল এই জগতে মানুষের মন পরিবর্তনকামী। যার অন্য নাম রূপান্তরকামী। এই তৃতীয় ধরনের মানুষজনদের নিয়েই ঈশিতার বৃষ্টি বৃষ্টি নাট্যানুষ্ঠান নাট্যপ্রেমী মানুষজনেরা বেশ উপভোগ করেন। বীরভূম সংস্কৃতি বাহিনীর নির্দেশক তথা এই অনুষ্ঠানের আয়োজক নাট্যকার উজ্জ্বল মুখোপাধ্যায় জানিয়েছেন বিদ্যালয়ের নাট্য শিক্ষার্থীরা যেমন উপস্থিত ছিলেন তেমনি লাভপুরের নাট্যপ্রেমী মানুষের ভিড়ে দর্শক আসন ছিল পরিপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *