শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই থানার পুলিশি তৎপরতায় চুরি যাওয়া জিনিস উদ্ধার হয়েছে। ওই গ্রামেরই বশিরউদ্দিন এবং বাবুল সেখকে থানায় জিজ্ঞাসাবাদের পর এই মালগুলি উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর। দুজনেরই বাড়ি মুরারই থানার রাজগ্রাম অঞ্চলের বড়ুয়া গোপালপুর গ্রাম। উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারী মুরারই থানার বড়ুয়া গোপালপুর গ্রামে মালিক বাড়িতে না থাকার সুযোগে বাসুদেব ভকতের বাড়ি থেকে চুরি যায় সোনার গহনা সহ নগদ টাকা। এদিনই সন্ধ্যা বেলায় মালিকের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হয়। এই ঘটনায় সন্দেহজনক ১ জনকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। আদালত তাকে পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তাকে জিজ্ঞাসাবাদের পর আটক ব্যক্তির কাছ থেকে আরো কয়েকজনের নাম পাওয়া যায়। শেষ পর্যন্ত তাদের কাছ থেকে সোনার গহনা একটা সীতাহার একটা মঙ্গলসূত্র সহ ২৫ হাজার টাকা উদ্ধার হয়েছে। পাঁচ দিনের পুলিশ কাস্টোরি নিয়ে এগুলো উদ্ধার করা হয়েছে। আজ তাদেরকে পুনরায় আদালতে পাঠানো হয়েছে।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম