বীরভূমের দুবরাজপুর বিধানসভার পণ্ডিতপুর গ্রাম এলাকায় বিজেপির “গ্রাম চলো অভিযান”

শম্ভুনাথ সেনঃ

আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে বিজেপির “গ্রাম চলো অভিযান”। এই অভিযানকে কেন্দ্র করে বীরভূম জেলা জুড়ে ব্যাপক তৎপরতা শুরু করেছে পদ্ম শিবির। বিজেপির দলীয় শীর্ষ নেতৃত্ব গ্রাম এলাকার কর্মী সমর্থকদের নিয়ে একজোট হয়ে মাঠে নেমেছে। এই অভিযানে বুথ স্তরে সভা, সাংগঠনিক বৈঠক সহ গ্রামের মানুষের সাথে যোগাযোগের পরিধি বৃদ্ধি করার কর্মসূচি নিয়েছে।গ্রাম চলো অভিযানকে সামনে রেখে আজ ২৮ ফেব্রুয়ারী বীরভূম লোকসভা কেন্দ্রের দুবরাজপুর বিধানসভার ৪ নম্বর মণ্ডলের লক্ষ্মীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের পণ্ডিতপুর ১৪২ নম্বর বুথের মানুষজনদের সঙ্গে কথা বলেন দলীয় কর্মী সমর্থকরা। তাদের সাথে মত বিনিময় করেন বিজেপির বীরভূম জেলা সাধারণ সম্পাদক টুটুন নন্দী।


এদিন কেন্দ্রীয় সরকারের বিগত ১০ বছরের নানা প্রকল্পের উন্নয়নের কথা তুলে ধরেন। তেমনি গ্রামের মহিলা ও সাধারণ মানুষের আত্মনির্ভরতার কথা শোনেন। কোন প্রকল্পে কি কি সুবিধা পেয়েছেন তারও খোঁজ খবর নেন। সঙ্গে ছিলেন লক্ষ্মীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের ১৪২ নম্বর বুথের স্থানীয় বিজেপি সদস্য রাজেশ বাগদী, বিজেপির জেলা এক্সিকিউটিভ মেম্বার রাজু দত্ত সহ দলীয় কর্মী সমর্থকরা। এদিন বাড়ী বাড়ী কেন্দ্রীয় সরকারের প্রকল্প বাস্তবায়নের নানা তথ্য পরিসংখ্যান সম্বলিত লিফলেট সাধারণ মানুষজনদের বিলি করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *