শম্ভুনাথ সেনঃ
গুজরাট রাজ্যের এক সাঁই ভক্ত লালু ভাই চৌধুরীর আর্থিক সহায়তায় বীরভূমের দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুর গ্রামে গড়ে উঠেছে শ্রী শ্রী সাঁই বাবার মন্দির। এই নবনির্মিত মন্দিরের আজ দ্বারোদ্ঘাটন পর্ব অনুষ্ঠিত হয়। সকাল থেকে মা ও মেয়েরা কলস যাত্রা নিয়ে পণ্ডিতপুর গ্রামের “চক্রবর্তী পুকুরে” সেই ঘট পূর্ণ করার পর নগর পরিক্রমা করার পর মন্দিরে স্থাপিত হয়। শুরু হয়েছে নাম সংকীর্তন ও হোম যাগযজ্ঞ। আজ এই নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন বিহার রাজ্যের গয়া জেলার এক সাঁইভক্ত প্রবীণ কুমার। এছাড়া বিশিষ্ট সমাজসেবী শৈলেন মাহাতা, শিক্ষক প্রদ্যুৎ রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক তরুণ কর্মকার, প্রবীণ পুরোহিত সত্যনারায়ণ চক্রবর্তী প্রমুখ। উল্লেখ্য,পণ্ডিতপুরের এক সাঁইসেবক সন্তান রাজু সাহার ঐকান্তিক প্রচেষ্টায় তাঁরই পৈত্রিক ভিটেই এই সাঁইমন্দির নির্মাণ হয়েছে। আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে ১৫১ জন অনুরাগী ভক্তের হাতে সাঁইবাবার মূর্তি তুলে দেওয়া হয়। রাত্রিতে হাজার হাজার ভক্ত সেবার আয়োজন করা হয়েছে।