জেলায় পৃথক দুটি পথ দূর্ঘটনায় আহত -১২

সেখ রিয়াজুদ্দিনঃ

মঙ্গলবার জেলার দুবরাজপুর ও খয়রাশোল ব্লক এলাকায় পৃথক দুটি পথ দূর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী অটো ও চার চাকার গাড়ি। বিবরণে জানা যায় যে, খয়রাশোল থানার অন্তর্গত সারিবাগান মোড় সংলগ্ন যাত্রী বোঝাই চার চাকার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাল্টি খেয়ে মাঠের মধ্যে দুমড়ে মুচড়ে পড়ে। চারচাকা গাড়িটি লোকপুর থেকে খয়রাসোল হয়ে দুবরাজপুর অভিমুখে যাবার পথে ঘটে বিপত্তি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গোপালপুর এবং সারিবাগান মোড়ের মধ্যবর্তী রাস্তায় একটা ছোট গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছে ধাক্কা মারে, তারপর রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি পিলারে ধাক্কা মারতে মারতে মাঠের উপর গিয়ে পাল্টি খেয়ে আছড়ে পড়ে। দূর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় খয়রাশোল থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নাকড়াকোন্দা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চার জনের অবস্থা গুরুতর হওয়ার জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে গিয়েও তাদের মধ্যে ফের একজনকে বর্ধমান হাসপাতালে রেফার করা হয়। আহতদের সকলের বাড়ি লোকপুর থানার আলিয়ট গ্রামে। আহতদের নাম সাদ্দাম খলিফা (গাড়ির চালক), আমজাদ খলিফা, নাজিরা বিবি, আনোয়ারা বিবি এবং তার ছেলে।


অন্যদিকে রানীগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের ওপর দুবরাজপুর থানার গড়গড়া মোড়ের সন্নিকটে যাত্রী বোঝাই অটোর সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে ঘটে বিপত্তি। প্রতক্ষ্যদর্শীদের বিবরণে জানা যায়, দুবরাজপুর দিক থেকে পাঁচড়া অভিমুখে যাত্রী বোঝায় অটো এবং মোটরসাইকেল যাচ্ছিল, এরপর ওভারটেক করতে গিয়ে দূর্ঘটনার কবলে পড়ে ওই অটোটি। খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং অটোর মধ্যে থাকা ছয়জন যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *