মেহের সেখঃ
১২ মে বৃহস্পতিবার রামানন্দ সেন্টেনারি কলেজের বাংলা বিভাগের উদ্যোগে ‘সাহিত্যের আড্ডা’ শীর্ষক বক্তৃতা মালার ৪২ তম পর্বে “লোকসংস্কৃতির ক্ষেত্র সমীক্ষা : কিছু ভাবনা কিছু কথা” বিষয়ে আন্তর্জালিক মাধ্যমে মনোজ্ঞ আলোচনা করলেন পশ্চিমবঙ্গ বাউল অ্যাকাডেমির প্রাক্তন সভাপতি তথা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডঃ মিলনকান্তি বিশ্বাস। লোকসংস্কৃতির ক্ষেত্র সমীক্ষা করার ক্ষেত্রে একেবারে নবাগত অধ্যাপক এবং গবেষকেরা ড: বিশ্বাসের বক্তব্যে উপকৃত হয়েছেন বলে আশাবাদী কর্তৃপক্ষ।