দীপককুমার দাসঃ
গতকাল সন্ধ্যায় আমেরিকার সেন্ট লুইসের রাস্তায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্য শিল্পী অমরনাথ ঘোষের।খবরটা অমরনাথের বন্ধু মারফত জেনেছে তার পরিবার। কিন্তু কি কারণে এই খুন এই নিয়ে রয়েছে ধোঁয়াশা। যদিও সরকারিভাবে এই মৃত্যুর খবর পাওয়া যায়নি। আর এই খবর আসতেই উদ্বিগ্ন অমরনাথ ঘোষের কাকু শ্যামল ঘোষ ও কাকিমা ভগবতী ঘোষ। তারা প্রকৃত ঘটনা জানতে দ্বারস্হ হয়েছেন সিউড়ি থানা ও জেলা শাসকের কাছে। অমরনাথ ঘোষের বাড়ি সিউড়ির রবীন্দ্রপল্লী। অসীম ঘোষ ও শিখা ঘোষের একমাত্র সন্তান অমরনাথ ঘোষ। বছর তিনেক আগে হারিয়েছিলেন মা শিখা ঘোষকে। বছর খানেক আগে হারিয়েছিলেন বাবা অসীম ঘোষকে। সিউড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্র। যোধপুর ন্যাশান্যাল ইউনিভার্সিটি থেকে সাইকোলজিতে স্নাতক হন। চেন্নাই কলাকেন্দ্র থেকে ২০০৬সালে ডান্সে পোষ্ট গ্রাজুয়েট হন। কুচিপুড়ি নৃত্যে তালিম নেন শ্রী রবিশঙ্কর ভামবেতীর কাছে। ২০১৩ সালে কুচিপুড়ি নৃত্যে ন্যাশানাল স্কলারশিপ পান। ভারতনাট্যম ও কুচিপুড়ি নৃত্যে দক্ষতার পরিচয় দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠা করেন। জর্জিয়া, হংকং, মালেশিয়া, ইংল্যান্ড, আমেরিকা সহ বিভিন্ন দেশে নৃত্য পরিবেশন করে মুগ্ধ করেন দর্শকদের। ভারতের বিভিন্ন জায়গায় নৃত্য মহোৎসবে তার নৃত্যশৈলী মন জয় করে মানুষের। বর্তমানে আমেরিকার সেন্ট লুইস একাডেমীতে নৃত্যে পিএইচডি করছিলেন। গতকাল তার এক বন্ধু কর্ণাটকের বাসিন্দা প্রবীন পাউল ওরফে কৃষ্ তার কাকুর পরিবারের এক সদস্যকে ফোন করে জানান, সেন্ট লুইস একাডেমীর কাছে রাস্তায় রাত সাড়ে নয়টা নাগাদ অমরনাথকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। আর এই খবর আসতেই উদ্বিগ্ন অমরনাথ ঘোষের পরিবারের সদস্যরা। কিন্তু কেন এমন সরল, মিশুকে, হাসিখুশি ৩৩বছরের নৃত্য শিল্পীকে গুলিবিদ্ধ হয়ে মরতে হলো এই নিয়ে ধোঁয়াশায় পরিবার। মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন তার গুনগ্রাহীরা।