বীরভূমের দুবরাজপুর চক্রের পণ্ডিতপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে পানীয় জল হাত ধোয়ার ঘর ও কর্মরত প্রধান শিক্ষকদের ডিসপ্লে বোর্ডের উদ্বোধন

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর চক্রের “পণ্ডিতপুর কাশীদাস নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে” আজ ১ লা মার্চ পানীয় জল ও হাত ধোয়ার ঘর এবং ১৯৮০ সাল থেকে বিদ্যালয়ে কর্মরত প্রধান ও ভারপ্রাপ্ত শিক্ষকদের ডিসপ্লে বোর্ড এর উদ্বোধন হলো আজ। উদ্বোধন করেন এই চক্রেরই অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা শিক্ষিকা লিপিকা মন্ডল, স্থানীয় পঞ্চায়েত সদস্য যমুনা বাগদি, অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা সেইসঙ্গে বর্তমান শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা এবং গ্রামের অভিভাবকগণ। উল্লেখ্য, জেলার বুকে ৯৯% বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষকদের কোন ডিসপ্লে বোর্ড নেই। বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষকদের স্মৃতিকে ধরে রাখার উদ্দেশ্যে এই ডিসপ্লে বোর্ড নির্মাণের উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সকলেই। প্রসঙ্গত বলা যায় এই বিদ্যালয় স্বাধীনতার পূর্বে ১৯৪৬ সালে গ্রামেরই গঙ্গেশ নারায়ণ মাহাতা নামে এক শিক্ষানুরাগীর দান করা জমিতে এই বিদ্যালয় গড়ে ওঠে। বর্তমান পরিকাঠামো হাইস্কুলের থেকেও কিছু কম নয়! ছাত্র-ছাত্রীর সংখ্যা দুই শতাধিক। শিক্ষক শিক্ষিকা রয়েছেন ৭ জন। বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের ভিতরেই খেলার মাঠ,ফুলের বাগান। সেইসঙ্গে সৌর চালিত শক্তির সাহায্যে শ্রেণিকক্ষে বিদ্যুৎ সরবরাহ হয়। যা জেলার বুকে বিরল। বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক প্রিয়ব্রত ওঝা ও সহশিক্ষক অরিন্দম চ্যাটার্জি বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। পঞ্চায়েত প্রধান ও অবর বিদ্যালয় পরিদর্শক বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন দেখে মডেল স্কুল করার আশ্বাস দেন। সেই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *