বীরভূমের ইলামবাজারে নিউ ইন্টিগ্রেটেড গভঃ স্কুল হোস্টেলের উদ্বোধন ও ইংরেজি মাধ্যমে একাদশ শ্রেণীর সূচনা

শম্ভুনাথ সেনঃ

বীরভূম জেলার প্রথম ইংরেজি মিডিয়াম সরকারি স্কুল হিসেবে নিউ ইন্টিগ্রেটেড গভমেন্ট স্কুলের মুকুটে আরো দুটি পালক যুক্ত হল। আজ ১ লা মার্চ বয়েজ হোস্টেল উদ্বোধন হলো। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোগ এবং বস্ত্র শিল্পের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ড. অনির্বাণ মজুমদার, ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার প্রমুখ। বয়েজ হোস্টেলের পাশাপাশি চলতি শিক্ষাবর্ষ থেকে শুরু হল সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে বিজ্ঞান ও কলা বিভাগের উচ্চমাধ্যমিকের ক্লাস। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপগোপাল মুখার্জি জানিয়েছেন একাদশ শ্রেণির জন্য ভূগোল সহ বিজ্ঞান বিভাগের উন্নত মানের ল্যাবরেটরি তৈরি হয়েছে। সম্পূর্ণ নিঃখরচায় হোস্টেলে থাকা, খাওয়া ও পড়াশোনার সুযোগ রয়েছে সম্প্রতি গড়ে ওঠা জেলার এই সরকারি বিদ্যালয়ে।


উল্লেখ্য, ২০১৭ সালে বীরভূমের ইলামবাজারে হোস্টেল সহ সরকারী এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। কিন্তু ছাত্র-ছাত্রীদের মধ্যে হোস্টেলে থাকার উৎসাহ না থাকায় তা শুরু করা যায়নি। বর্তমান পরিস্থিতিতে পড়াশোনার মানোন্নয়নের সঙ্গে সঙ্গে ছাত্র-ছাত্রীদের মধ্যে হোস্টেলে থেকে পড়াশোনার প্রবণতা বেড়েছে। তাছাড়া হোস্টেলে থাকা- খাওয়ার জন্য কোনোরকম খরচ লাগবে না, পুরোটাই প.ব.স্কুল শিক্ষা দপ্তর বহন করবে। এছাড়া ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ কোচিংয়েরও ব্যবস্থা থাকবে বলে তিনি জানান। হোস্টেল শুরু হবার সংবাদে স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে এদিন উদ্দীপনা ও উৎসাহ লক্ষ্য করা যায়। কিছু দিনের মধ্যেই ছাত্রীবাসও শুরু হবে বলে জানানো হয়। এছাড়া বোলপুর থেকে স্কুলে আসার জন্য নিজস্ব পরিবহনের ব্যবস্থা থাকবে। তা সত্ত্বেও একাদশ শ্রেণির নতুন ছাত্র-ছাত্রী যারা ভর্তি হবে তারা চাইলেও হোস্টেলে থাকতে পারবে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *