শম্ভুনাথ সেনঃ
সেই জন্যেই ভাগ্যের আর এক নাম অদৃষ্ট! কার যে কখন ভাগ্য ফিরে যায়,কে বলতে পারে। ২৬ ফেব্রুয়ারী সকালে ৩০ টাকার লটারি কেটে কোটিপতি হলেন বীরভূমের দুবরাজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলুপাড়ার বাসিন্দা অরুণ গড়াই। পেশায় তিনি চা বিক্রেতা। ১৪ নম্বর সড়কের ধারে দুবরাজপুর আদালতের সামনেই তাঁর ছোট একটি চা-মিষ্টির দোকান। এই দোকান থেকেই দৈনিক ৩০০-৪০০ টাকা রোজগার হয়। তবে প্রতিদিন ১২০-১৫০ টাকার লটারীর টিকিট কাটেন বলে অরুন গড়াই জানান। তিনি জানান গত সোমবার ৩০ টাকার টিকিট ক্রয় করি। দুপুরে খবর পাই যে আমার কাটা লটারিতে ১ কোটি টাকা পড়েছে। খবর পেয়ে ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর ভাস্কর রুজকে সঙ্গে নিয়ে থানায় যায়। এমন খবর চাউর হতে সারা দুবরাজপুরে লটারি ক্রেতা-বিক্রেতা সহ সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। তবে লটারি পাওয়ার পর থেকে অরুণ গড়াইয়ের দোকান বন্ধ আছে বলে পাশাপাশি দোকানদাররা জানিয়েছেন।