বীরভূমের “বোলপুর” (তপঃ) কেন্দ্রে বিজেপির প্রার্থী প্রিয়া সাহা: দল আজ প্রথম দফায় ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে

শম্ভুনাথ সেনঃ

লোকসভা নির্বাচনের দিন-ক্ষণ ঘোষণার আগেই বিজেপি আজ ২ রা মার্চ তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবারও উত্তরপ্রদেশের বারাণসী লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি দলের সাধারণ সম্পাদক বিনোদ তাউরে প্রথম দফায় ১৯৫ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। পশ্চিমবঙ্গের ৪২ টি আসনের মধ্যে ২০ টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষিত হয়েছে। বীরভূম জেলার ২ টি আসনের মধ্যে “বোলপুর” (তপঃ) কেন্দ্রের প্রার্থী হচ্ছেন শ্রীমতি প্রিয়া সাহা। “বীরভূম” কেন্দ্রের প্রার্থীর নাম এখনো ঘোষিত হয়নি।
উল্লেখ্য, শ্রীমতি প্রিয়া সাহার বাড়ি বীরভূমের সাঁইথিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনসাপল্লী। বর্তমান বয়স ৩৯ বছর। সাঁইথিয়া অভেদানন্দ কলেজ থেকে সংস্কৃত অনার্সের স্নাতক। ২০১৫ সালে প্রথম সাঁইথিয়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ড থেকে বিজেপির পদ্মফুল প্রতীকে জয়ী কাউন্সিলর। উল্লেখ্য, কাউন্সিলর থাকাকালীন ২০১৬ সালে তিনি “সাঁইথিয়া” বিধানসভার প্রার্থী হয়ে পরাজিত হন। ২০২১ সালেও তিনি সাঁইথিয়া বিধানসভার বিজেপি প্রার্থী ছিলেন। সেবারও পরাজিত হন। এবার ২০২৪ এর লোকসভা নির্বাচনে প্রিয়া সাহা বোলপুর (তপঃ) লোকসভা কেন্দ্রের প্রার্থী। এবার তাঁর জয় নিশ্চিত বলে তিনি আশাবাদী। তিনি তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন এই ৪১ নম্বর “বোলপুর” আসনটি নরেন্দ্র মোদির হাতেই তুলে দেবেন বলে দৃঢ়প্রতিজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *