দীপককুমার দাসঃ
জেলা প্রশাসন ও মহম্মদবাজার ব্লক প্রশাসনের উদ্যোগে মহম্মদবাজারের প্যাটেলনগর পিটিটিআই কলেজ মাঠে তিন দিনের জয় জোহার মেলার আয়োজন করা হয়। রবিবার বিকেলে ধামসা মাদল বাজিয়ে এই মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি স্বর্ণলতা সরেন ও অতিরিক্ত জেলাশাসক (জমি অধিগ্রহণ) বাবুলাল মাহাতো। এছাড়াও ছিলেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বিশ্ববিজয় মার্ডি, যুগ্ম বিডিও পলাশ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাসিনী মুর্মু, ব্লক ভূমি সংস্কার আধিকারিক সব্যসাচী মণ্ডল সহ অন্যান্য আধিকারিকেরা।
রাজ্যের ১৫ টি জেলার ১০২ টি আদিবাসী অধ্যুষিত ব্লকে এই জয় জোহার মেলার আয়োজন করা হয়েছে। তিন দিন ধরে চলবে এই মেলা। এই মেলাকে কেন্দ্র করে কৃষি প্রদর্শনী, স্বাস্থ্য পরীক্ষা, পালস পোলিও ও চোখের আলো সহ বিভিন্ন সরকারি স্টল বানানো হয়েছে। এছাড়াও রক্তদান শিবির, চশমা বিতরণ, আদিবাসী মানুষদের বিভিন্ন সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠান, মহিলাদের ফুটবল প্রতিযোগিতা, তির নিক্ষেপ,কলসি দৌড়, পাতা সেলাই, মার্বেল চামচ দৌড়, মিউজিক্যাল চেয়ার সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।