শুভেন্দুর গড়ে জাস্টিস গাঙ্গুলি প্রার্থী হলেও তৃণমূলই জিতবে! বীরভূমের পাড়ুই এর সভায় মন্তব্য ফিরাদ হাকিমের

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের পাঁড়ুইয়ে ৩ মার্চ ‘জনগর্জন’ সভা অনুষ্ঠিত হয়। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ছিলেন রাজ্যের ছোট মাঝারি উদ্যোগ ও বস্ত্র মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ ড.আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ কোর কমিটির সদস্য, বিধায়করা৷ উল্লেখ্য, আগামী ১০ মার্চ কলকাতায় ব্রিগেডে তৃণমূলের দলীয় সভা অনুষ্ঠিত হবে। সেই প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে এদিন বীরভূমের সভায় উপস্থিত হন ফিরহাদ হাকিম সহ দলীয় নেতৃবৃন্দ। এদিন তিনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, “শুভেন্দু কতটা পারবে জানি না, তবে জাস্টিসের সিট ছেড়ে দিয়ে উনি হারবেন এটা আমাদেরও খারাপ লাগবে”, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বীরভূমের পাঁড়ুইয়ের জনসভা থেকে একথা বলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ পাশাপাশি আসানসোলে বিজেপির প্রার্থী পবন সিং সরে দাঁড়ানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, “বাংলায় হারার ভয়ে বিজেপিতে কোনো ভালো মানুষ দাঁড়াতে চায় না।”
সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি রাজনীতিতে পা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি৷ বিজেপির অভ্যন্তরীণ সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গর তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপি টিকিটে প্রার্থী হওয়ার সম্ভাবনা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের৷ “আমরা বার বার বলতাম ওই চেয়ারে বসে উনি যে মন্তব্যগুলো করতেন তা করা যায় না। এবার যদি উনি কোন রাজনৈতিক দলে যান তাহলে রাজনৈতিক লড়াই হবে৷ আমি জানি না শুভেন্দু কতটা পারবে৷ কিন্তু, আমরা জানি তমলুকে তৃণমূল-কংগ্রেসই জিতবে৷ তাই উনি জাস্টিসের সিট ছেড়ে দিয়ে হারবেন এটাতে আমাদেরও খুব খারাপ লাগবে।” লোকসভা নির্বাচন ঘোষণার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও কটাক্ষ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *