দীপককুমার দাসঃ
চাকরির দাবিতে ৫ মার্চ জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখালো বক্রেশ্বরের ভূমিহারারা। বাম আমলে বক্রেশ্বর তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরির সময় জমি অধিগ্রহণ করে সরকার। কিন্তু যারা জমি দিয়েছিলেন তাদের মধ্যে এখনও অনেকে চাকুরী পাননি। চাকুরির দাবিতে মঙ্গলবার সিউড়িতে বিক্ষোভ দেখালো ভূমিহারা পরিবারের সদস্যরা।ডেপুটেশন ও দেওয়া হয় জেলা শাসককে। ভূমিহারাদের মধ্যে মণিমালা মন্ডল বলেন, ১৯৯৬সালে বক্রেশ্বর তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সময় জমি দিয়েছিলাম। অনেকের চাকরি হয়েছে কিন্তু এখনো অনেকে চাকুরী পাননি।ঘুরপথে নিয়োগ হবার জন্য নিয়োগ থেকে বঞ্চিত হতে হয়েছে। দেউচাতে জমি অধিগ্রহণের জন্য যদি চাকরি দেওয়া হয়, তবে বক্রেশ্বরের ভূমিহারারা কেন চাকরি পাবেন না? একই জেলায় দ্বিচারিতা কেন?