শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারইতে রাজগ্রাম গোপালপুর পাথর খাদান শিল্পাঞ্চল এলাকায় হঠাৎ করেই গত ১ মার্চ থেকে “ওয়েস্ট ওয়েল আয়রন এন্ড স্টিল প্রাইভেট লিমিটেড” ও “শিবম ক্রাসার প্রাইভেট লিমিটেড” এই দুটি কোম্পানি বন্ধ হওয়ায় শ্রমিকরা দিশেহারা। এলাকার ৫০০ জন শ্রমিক কাজ হারিয়েছেন। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের নির্দেশে এই কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। শ্রমিকদের দাবি যে নিয়মে জেলার অন্যান্য স্থানে পাথর শিল্প চালু রয়েছে সেই নিয়ম মেনে কারখানা খুলতে হবে। ৫ মার্চ এই কারখানা খোলার দাবিতে সংগঠিত শ্রমিকদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল মুরারই কলেজ, নতুন বাজার, বেগুন মোড় রেলস্টেশন এলাকা পরিক্রমা করে। নেতৃত্ব দেন SUCI দলের শ্রমিক সংগঠন ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার(AIUTUC)। এদিন ৮ দফা দাবির ভিত্তিতে স্বাক্ষর সম্বলিত দাবিপত্র স্থানীয় বিডিওকে এবং থানায় স্মারকলিপি জমা দেওয়া হয়। নেতৃত্ব দেন সংগঠনের শ্রমিক ইউনিয়নের সম্পাদক আনসারুল শেখ, সদস্য বিমল মাল, সেমিম আক্তার প্রমুখ। স্মারকলিপি পেয়ে জেলার উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে বলে প্রশাসন জানিয়েছেন।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম