সেখ রিয়াজুদ্দিনঃ
আর্সেনিক ও ফ্লোরাইড মুক্ত বিশুদ্ধ পানীয় জল সরবরাহের লক্ষ্যে পৌঁছানো হয়েছে নল বাহিত কল। কিন্তু অধিকাংশ কলে পড়ে না জল। সেই অভিযোগ জানাতে হাজির হয়েছিলেন শতাধিক পুরুষ মহিলা খয়রাসোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে। ঘটনাটি খয়রাসোল ব্লকের কেন্দ্রগড়িয়া পঞ্চায়েতের ফুল্যাচক ও জামরান্দ গ্রামের স্থানীয় বাসিন্দা তথা মানবাধিকার কর্মী গণেশ ঘোষের নেতৃত্বে পুরুষদের পাশাপাশি মহিলারা হাতে কলসি নিয়ে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীদের বক্তব্য উক্ত দুটি গ্রামের কলে আর্সেনিক ও ফ্লোরাইড থাকার ফলে কম বয়সে বার্ধক্যের ছাপ, দাঁতের ছোপ, পেট মোটা ইত্যাদি রোগে আক্রান্ত হয়ে স্থানীয় বাসিন্দারা মৃত্যুর মুখে ঢলে পড়ছে। সেই পরিপ্রেক্ষিতে বহু আবেদন নিবেদন করে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য কল বসানো হয় বাড়ি বাড়ি। কিন্তু বেশিরভাগ কলে জল পড়ে না। এ নিয়ে অভিযোগ জানানো হলেও সমাধা হয়নি। তাছাড়া জল দেবার সময়সীমাও উল্লেখ আছে দিনে তিনবার। এই সমস্ত ঘটনার প্রতিবাদে খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন্দু গাঙ্গুলীর হাতে স্মারকলিপি জমা দেওয়া হয় উক্ত দুটি গ্রামবাসীদের পক্ষ থেকে। এক্ষেত্রে বিডিও আগামী ১৫ দিনের মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছে যাবার আশ্বাস দেন বলে বিক্ষোভকারীদের দাবি।