শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সিউড়িতে দুদিনের “আয়ুষ” মেলা আজ ৭ মার্চ শেষ হচ্ছে। গতকাল সিউড়ি সিধু কানু মঞ্চ সংলগ্ন অঙ্গনে এই দ্বিতীয় বর্ষের মেলার সূচনা হয়। উপস্থিত ছিলেন জেলা সমাহর্তা পূর্ণেন্দু কুমার মাজি, পদ্মশ্রী প্রাপক শিল্পী রতন কাহার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি কুমার আড়ি, জেলা সভাধিপতি ফাইজুল হক, সিউড়ি পুরসভার পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা। শরীর সুস্থ রাখতে আয়ুর্বেদের ভূমিকা নিয়ে এদিন বক্তারা তাদের বক্তব্য তুলে ধরেন। হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, রক্ত পরীক্ষা,এমন অনেকগুলি স্টল বসে মেলা প্রাঙ্গণে। জেলা সভাধিপতি এদিন স্টলে গিয়ে রক্তের শর্করা পরীক্ষা করান। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি কুমার আড়ি জানান জেলায় প্রতিটি আয়ুষে কেন্দ্রে ভিড় বাড়ছে। এখানেও সব ওষুধ বিনামূল্যে দেওয়া হয় বলে তিনি সকলকে অবহিত করেন।