মেহের সেখঃ
সাহিত্য অকাদেমির সত্তর বছর পূর্তি উপলক্ষে নিউ দিল্লীতে ১১ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় সাহিত্য উৎসবের আয়োজন করতে চলেছে সাহিত্য অকাদেমি। সাহিত্য অকাদেমির ছয় দিনের এই সাহিত্য উৎসবে ১৭৫ ভাষার ১১০০ এর অধিক লেখক এবং বুদ্ধিজীবী উপস্থিত থাকবেন বলে ৭ মার্চ বৃহস্পতিবার দিল্লীতে প্রেস কনফারেন্স করে জানিয়েছেন সাহিত্য অকাদেমির সচিব ড. কে শ্রীনিবাসরাও। সাহিত্য অকাদেমির উদ্যোগে হতে চলা বিশ্বের সবচেয়ে বড় সাহিত্য উৎসবে ভারতের তিনটি রাজ্যের রাজ্যপাল যথাক্রমে কেরলের মাননীয় রাজ্যপাল আরিফ মহম্মদ খান, ছত্রিশগড়ের মাননীয় রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দন এবং পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল সি. ভি. আনন্দ বোসের উপস্থিত থাকার কথা রয়েছে।