নৃত্য শিল্পী অমরনাথ ঘোষ স্মরণে মৌন মিছিল ও স্মৃতি চারণ

দীপককুমার দাসঃ

গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় আমেরিকার সেন্ট লুইস, মিসৌরির রাস্তায় দুস্কৃতির গুলিতে নিহত হন নৃত্য শিল্পী সিউড়ির অমরনাথ ঘোষ।সেই নৃত্য শিল্পীর মৃত্যুর প্রতিবাদ জানিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে সিউড়ির মৌমাছি কালিমন্দির থেকে সিউড়ির রবীন্দ্র সদন পর্যন্ত হাতে মোমবাতি নিয়ে ও অমরনাথ ঘোষের ছবি নিয়ে মৌণ মিছিলে সামিল হয়েছিলেন সিউড়ির বিভিন্ন নৃত্যদল, সাংস্কৃতিক সংস্থা ও অমরনাথ ঘোষের অনুরাগীরা। এই মৌন মিছিলে পা মেলান নৃত্য শিল্পী, সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সঙ্গে সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী।

মৌন মিছিল শেষে সিউড়ির রবীন্দ্র সদনে অমরনাথ ঘোষের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন বিধায়ক বিকাশ রায় চৌধুরী, জেলা পরিষদের পূর্ত কমাধ্যক্ষ নুরুল ইসলাম, সিউড়ি পৌরসভার কাউন্সিলর প্রসেনজিৎ মন্ডল, অশোক চট্টোপাধ্যায়। এছাড়াও প্রয়াত শিল্পীকে বিভিন্ন নৃত্য দল ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য নিবেদন করে প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করা হয়। কুচিপুড়ি ও ভারতনাট্যম নৃত্যে দক্ষতার পরিচয় দিয়ে বিভিন্ন দেশে নৃত্য পরিবেশন করে মুগ্ধ করেন দর্শকদের। বর্তমানে আমেরিকার সেন্ট লুইস একাডেমীতে নৃত্যে পিএইচডি করছিলেন। গত ২৭ ফেব্রুয়ারি আততায়ীর গুলিতে নিহত হন নৃত্য শিল্পী অমরনাথ ঘোষ। আয়োজকদের পক্ষে দেবযানী দত্ত ঘোষ বলেন, নিহত নৃত্য শিল্পী অমরনাথ ঘোষের মৃত্যুর প্রতিবাদ আজকের এই মৌন মিছিল। বিধায়ক বিকাশ রায় চৌধুরী তার বক্তব্যে বলেন, কেন এমন প্রতিতাবান নৃত্য শিল্পীকে গুলিবিদ্ধ হয়ে মরতে হলো জানিনা। অমরনাথ তার কাজের জন্য বেঁচে থাক আমাদের মনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *