বীরভূমের মুরারইতে তিন দিনের উৎসব “বাসন্তিকা” শুরু হলো

শম্ভুনাথ সেনঃ

আজ ৮ মার্চ, দিনটি আন্তর্জতিক নারী দিবস হিসেবে চিহ্নিত। বীরভূমের মুরারই উৎসব সমিতির উদ্যোগে স্থানীয় অক্ষয়কুমার ইনস্টিটিউশন প্রাঙ্গনে আজ থেকে শুরু হল ৩ দিনের “মুরারই উৎসব বাসন্তিকা”। এবার এই উৎসব নবম বর্ষে পদার্পণ করল। এদিন সমবেত মহিলাদের হাত ছুঁয়ে পতাকা উত্তোলিত হয়। পরে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নেয়, লিটল অ্যাঞ্জেল একাডেমী, সান সাইন একাডেমী এবং আনন্দ মার্গ প্রাইমারী স্কুলের ছাত্র-ছাত্রীরা। স্থানীয় নৃত্যগোষ্ঠী অগ্নিবীণা নৃত্যনিকেতনের শিল্পীরা শোভাযাত্রার শোভাবর্ধন করে। আজ মেয়েরা যে পিছিয়ে নেই, তা চিকিৎসক, উকিল, ইঞ্জিনিয়ার, শিক্ষিকা, এমন কি গৃহবধূর সাজে সজ্জিত হয়ে অভিনয়ের মাধ্যমে তা তুলে ধরা হয়। এবারও সমাজে সুপ্রতিষ্ঠিত ব্যক্তিদের সম্বর্ধনা জ্ঞাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উৎসব সমিতির সহ-সম্পাদক অনির্বাণজ্যোতি সিংহ। সেই তালিকায় আছেন চন্দ্রযান অভিযানের সাথে যুক্ত বিজ্ঞানী এলাকার সুসন্তান মোঃ মোশারফ হোসেন এবং স্থানীয় চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মনোজ কুমার ভকত প্রমুখ।মুরারই উৎসব সমিতির সম্পাদক, অনিন্দ্যকান্তি সিংহ জানিয়েছেন এলাকার মানুষের সহযোগিতা নিয়ে এই উৎসব চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত। প্রথিতযশা চিকিৎসকদের সহযোগিতায় স্বাস্থ্যশিবির, ভেষজ উদ্ভিদ বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচক হিসেবে আমন্ত্রিত অতিথির তালিকায় আছেন কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.দেবাদিন বোস। এ তথ্য জানিয়েছেন উৎসব সমিতির সভাপতি বিকাশ চন্দ্র দত্ত। এছাড়া মালদার ফিনিক্স, দি এক্সপেরিমেন্টাল থিয়েটার গোষ্ঠীর নাটক ‘লীলাময়’, মন্দ্রিলা নৃত্যনিকেতন, সৌরজগৎ ডান্স একাডেমীর নৃত্যের অভিনব অনুষ্ঠান, পরিবেশিত হবে। এছাড়া থাকবে অঙ্কন ও মোবাইল ফটোগ্রাফী প্রতিযোগিতা। শিশুদের জন্য ফ্যাশন শো ছাড়াও মহিলাদের নানান খেলা অনুষ্ঠিত হবে। ৭৫ বছর ও তদূর্ধ্ব বয়সীদের চা চক্রের আড্ডায় উৎসব মুখর থাকবে মুরারই অক্ষয় কুমার ইনস্টিটিউশন প্রাঙ্গণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *