মহা শিবরাত্রির দিনে কংক্রিট মার্বেলে নির্মিত বীরভূমের দুবরাজপুর পাহাড়েশ্বর শিবমন্দির প্রাঙ্গণ আজ উদ্বোধন হলো

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুরে রয়েছে রাজ্যের অন্যতম পর্যটন ক্ষেত্র “মামা- ভাগ্নে পাহাড়”। বছরভর বহু পর্যটকের ভিড় জমে এই মামা ভাগ্নে পাহাড়ে। আর এই পাহাড়ের কোলে রয়েছে বহু প্রাচীন “পাহাড়েশ্বর শিব মন্দির”। বছর কয়েক আগেই প্রায় কোটি টাকা ব্যয়ে দুবরাজপুর পুর উদ্যোগে সুদৃশ্য এই শিবমন্দির গড়ে উঠেছে। সম্প্রতি এই শিবমন্দির প্রাঙ্গণটি কংক্রিট ও মার্বেল কারুকার্যে সাজানো হয়েছে। আজ ৮ ই মার্চ শিবচতুর্দশী তিথিতে এই প্রাঙ্গনের উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পুরপিতা পীযূষ পাণ্ডে। সঙ্গে ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ,বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য সহ বহু মানুষজন। উল্লেখ্য, পুরসভার অনুমতিক্রমে ব্যক্তিগত উদ্যোগে এই চত্বর মার্বেলিং করার দায়িত্ব নেয় এলাকার এক বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জীব খান্ডেলওয়াল। তিনি তাঁর মা স্বর্গীয় রত্নাবলীদেবীর স্মৃতির উদ্দেশ্যে প্রায় চার লক্ষ টাকা ব্যয় করে সুদৃশ্য মার্বেল দ্বারা চত্তর সুসজ্জিত করার উদ্যোগ নেন। এছাড়া স্টানলেস্টীল রেলিং দিয়ে সাজানো হয়েছে মন্দির চত্বরটি। তাঁর এই ব্যক্তিগত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পুরপিতা পীযুষ পাণ্ডে, আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ। পুর নাগরিকরা এই উদ্যোগের ভুয়শী প্রশংসা করেন। শুধুমাত্র সরকারি উদ্যোগেই উন্নয়ন নয়, পাশাপাশি সামর্থের মধ্যে সাধারণ নাগরিকরা এগিয়ে এলে সমাজ ও পরিবেশ যে অনেক সুন্দর ও সার্থক হয় সঞ্জীব খান্ডেলওয়াল দুবরাজপুরের বুকে একটি উদাহরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *