আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাহিত্য অকাদেমি এবং এপার ওপার সাহিত্য উৎসব কমিটির যৌথ উদ্যোগে আলোচনা সভা এবং কবিতা পাঠ

মেহের সেখঃ

৮ মার্চ শুক্রবার আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চল কার্যালয়ের কলকাতা অফিসে সাহিত্য অকাদেমির প্রেক্ষাগৃহে সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চলীয় শাখা ও এপার ওপার সাহিত্য উৎসব কমিটির যৌথ উদ্যোগে মহিলা কবিদের দ্বারা স্বরচিত কবিতা পাঠ ও ‘সুনীলের নীরা এবং সমরেশের মাধবীলতা – আমার চোখে’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নন্দিনী ভট্টাচার্য ও সুদীপ্তা রায় চৌধুরী মুখার্জী।অনুষ্ঠানে কবিতা পাঠ করেন ডালিয়া বসু সাহা,উপাসনা সরকার, শাশ্বতী ভট্টাচার্য, সপ্তর্ষি ভৌমিক, ইন্দ্রাণী বিশ্বাস মন্ডল, তিলোত্তমা বসু, মধুপর্না বসু, মহুয়া দাস,শকুন্তলা সান্যাল ও দীপশিখা চক্রবর্তী । অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চল কার্যালয়ের সচিব ড. দেবেন্দ্র কুমার দেবেশ । সমগ্র অনুষ্ঠানটি সুচারু রূপে পরিচালনা করেন বিশিষ্ট কবি পিনাকী রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *