আদিবাসী অধ্যুষিত গ্রামে তিন দিবসীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা

সেখ রিয়াজুদ্দিনঃ

রাজনগর ব্লকের আদিবাসী অধ্যুষিত মাচানতলি বীর বীরষামুন্ডা গাওতা ক্লাবের উদ্যোগে তিন দিনের নক আউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বীরভূম ও ঝাড়খণ্ড থেকে আগত ১৬ টি দলকে নিয়ে প্রতিযোগিতা শুরু হয় মঙ্গলবার। বৃহস্পতিবার চুড়ান্ত পর্যায়ের খেলায় রাজনগর ব্লকের দুটি দল মুখোমুখি হয়। সেখানে বাস এসটি একাদশ ২- ০ গোলের ব্যবধানে নতুন গ্রাম সুমিত একাদশকে পরাজিত করে বিজয়ী ঘোষিত হয়। বিজয়ী দলের হাতে কুড়ি হাজার এবং বিজিত দলের হাতে পনেরো হাজার টাকা তুলে দেওয়া হয় পুরস্কার বাবদ। এছাড়াও সেমিফাইনালে পরাজিত দুটি দলকে চার হাজার টাকা করে দিয়ে সম্মানিত করা হয়। উদ্যোক্তাদের পক্ষে জানা যায় যে, গ্রামে মোট ৮৩ টি পরিবার রয়েছে। তাদের আর্থিক সহায়তায় প্রতি বছর ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এটাকে ঘিরে গ্রামের মধ্যে চলে উৎসবের আবহ। প্রতি বাড়িতে তিন দিন ধরে চলে আত্মীয় স্বজনদের সমাগম। ফুটবল খেলাকে ধরে রাখা তথা বর্তমান প্রজন্ম যেন ফুটবল খেলার ধারাবাহিকতা বজায় রাখে তার প্রয়াশ। ক্লাবের সেক্রেটারি সন্যাসী সরেন, কোষাধ্যক্ষ বাবলু পাওরিয়া সভাপতি স্বপন সরেন, সমাজসেবী বুধন টুডু সহ অন্যান্য সদস্যরা সকলেই এক সুরে উক্ত কথাগুলো শোনালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *