শুধুমাত্র আদিবাসী পড়ুয়াদের মধ্যেই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বীরভূমের বোলপুরে

শম্ভুনাথ সেনঃ

আদিবাসী ছেলে-মেয়েদের শরীরচর্চা এবং খেলাধুলায় উদ্বুদ্ধ করতে বীরভূমের বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয় ক্রীড়াঙ্গনে ১০ মার্চ অনুষ্ঠিত হলো এক অভিনব ক্রীড়া প্রতিযোগিতা। স্থানীয় পারুলডাঙা , শ্যামবাটী, নীলডাঙা, কামারপাড়া, সাহেবডাঙা, চকদোনাইপুর, সরপুকুরডাঙা, বিষ্ণুবাটি, নিমডাঙা এমন ৯ টি আদিবাসী গ্রামের ১০-১৬ বছর বয়সী অন্ততঃ ৩০০ জন পড়ুয়া এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ফুটবল, ১০০ মিটার দৌড়, বস্তাদৌড়, ব্যালেন্স দৌড়, বেলুন ফাটানো দৌড় এমন সব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার সহ অন্যান্য প্রতিযোগীদের সবাইকেই স্বান্তনা পুরস্কার তুলে দেওয়া হয়। স্থানীয় যুবক যুবতীরা স্বেচ্ছাসেবকের ভূমিকায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। পুরস্কার তুলে দেন বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস, কলকাতা থেকে আগত ক্রীড়া সংস্থার শুভানুধ্যায়ী সুস্মিতা দত্ত, সুচরিতা দত্ত প্রমুখ। প্রতিযোগিতা পরিচালনায় মূল উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীরভূমের অন্যতম ক্যারাটে প্রশিক্ষক বুদ্ধিশ্বর মণ্ডল। এছাড়া এলাকার বহু শুভানুধ্যায়ী মানুষজন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। দিনের শেষে এক অনাবিল আনন্দ নিয়ে বাড়ি ফেরে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *