শম্ভুনাথ সেনঃ
লোকসভার দিনক্ষণ এখনো করেন ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে রাজনৈতিক দলগুলি বহু আগে থেকেই নেমে পড়েছে ভোট ময়দানে। লোকসভা নির্বাচনের জন্য আগেই প্রথম দফায় প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। যেখানে এ রাজ্যের ৪২ টি লোকসভা আসনের মধ্যে ২০ টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষিত হয়েছে। বীরভূম জেলার বোলপুর (তপঃ) কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রিয়া সাহা। বীরভূম লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম এখনো ঘোষিত হয়নি। ১০ মার্চ কলকাতার ব্রিগেডে জনগর্জন সভা থেকে তৃণমূল কংগ্রেস রাজ্যের ৪২ টি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে। বীরভূমের দুটি লোকসভা আসনে আবার সেই পুরনো মুখ। “বোলপুর (তপঃ) কেন্দ্রে পুনরায় অসিত কুমার মাল এবং “বীরভূম” লোকসভা কেন্দ্রে চতুর্থ বারের জন্য শতাব্দী রায়ের নাম ঘোষিত হয়েছে। কলকাতায় প্রার্থীর নাম ঘোষিত হওয়ার সাথে সাথেই দুবরাজপুর পুরসভায় শতাব্দী রায়ের নামে দেওয়াল লিখন শুরু হয়েছে।