বীরভূমের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজে অনুষ্ঠিত হলো জাতীয় সেমিনার

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের রসায়ন বিভাগের উদ্যোগে এবং DBT Star College Scheme, Deaprtment of Biotechnology, New Delhi, Govt. of India এবং IQAC এর সহযোগিতায় কলেজের রামরঞ্জন সেমিনার কক্ষে ১২-১৩ মার্চ দু’দিনের জাতীয় সেমিনার অনুষ্ঠিত হল। বিষয় ছিলঃ Exploration of recent trends in innovative research in Chemical Science. এই সেমিনারে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের রসায়ন সান্মানিক স্নাতক থেকে গবেষক ছাত্র-ছাত্রী এবং অধ্যাপকরা অংশগ্রহন করেন। অনুষ্ঠানটির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডঃ গৌতম চ্যাটার্জি। তিনি জানান দীর্ঘদিন কোভিড আতিমারির সঙ্গে লড়াই করার সময় আমরা অনুভব করেছি বিজ্ঞান ও তার আবিষ্কার আমাদের কাছে কত প্রয়োজনীয়। এইরকম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বরা আমাদের মতো গ্রামীণ কলেজে এসে যেভাবে আমাদের কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থী, গবেষকদের উদ্ভাবনা সম্ভাবনাময় বিষয়ে আলোচনা করে উদ্বুদ্ধ করছেন তা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। সেমিনারে প্রথম দিনের বক্তা ছিলেন বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দিলীপ কুমার মাইতি এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের স্বনাম ধন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক গৌতম ব্রহ্মচারী। দ্বিতীয় দিনে বক্তা ছিলেন পাঞ্জাবের AKAL UNIVERSITY-র ডঃ বুবুন ব্যানার্জি ও CSIR-CMERI-র ভূতপূর্ব চিফ সায়েন্টিস্ট তথা এই কলেজের প্রাক্তনী বিশ্বজিৎ রুজ। তিনি ব্যাস্ততার মধ্যেও সময় দিয়েছেন বলে জানিয়েছেন অনুষ্ঠানের আহ্বায়ক তথা রসায়ন বিভাগের অধ্যাপক ডঃ লালন চন্দ্র মণ্ডল। অনুষ্ঠানে উপস্থিত IQAC and DBT Co-ordinator ডঃ শ্যামল কুমার যশ তাঁর বক্তব্যে তুলে ধরেন সেমিনারের প্রয়োজনীয়তা। এদিন বিভিন্ন গবেষকরা তাদের গবেষনার বিষয় Paper যে Presentation র মাধ্যমে তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এআই শিখুন, জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যান!


এআই কোর্স: ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের জন্য সম্পূর্ণ গাইড! Zed Age Infotech এর তরফ থেকে প্রথমবার বীরভূম জেলায়! আপনি কি ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষক নাকি ছাত্র/ছাত্রী? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) আপনার কাজ এবং লেখাপড়াকে আরও সহজ এবং কার্যকর করতে পারে! Zed Age Infotech এর নতুন এআই কোর্সে যোগ দিন! বিশদ জানতে কল করুন 9474413998 নম্বরে অথবা নাম নথিভুক্ত করতে নীচের লিঙ্কে ক্লিক করুন।

This will close in 120 seconds