বীরভূমের মুরারই ব্লকের পলসা-হরিশপুর রোডের চওড়াকরণ ও মেরামতির কাজ শুরু হলো

শম্ভুনাথ সেনঃ

এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের পলসা থেকে হরিশপুর রোড মেরামতি ও চওড়া করনের কাজ আজ ১৩ মার্চ থেকে শুরু হল। রাস্তার মোট দৈর্ঘ্য সাড়ে ১১ কিমি। মোট ব্যয় বরাদ্দ হয়েছে ১২ কোটি ৩৩ লক্ষ ৫৭ হাজার ১১৩ টাকা। এদিন রূপরামপুর মোড়ে ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কাজের সূচনা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম। এই মুরারই থেকে দু’নম্বর ব্লকের হরিশপুর পর্যন্ত চওড়া করা ও রাস্তা রিপেয়ারিং করা হবে বলে জানানো হয়। জনবহুল এই রাস্তাটি বীরভূমের সঙ্গে মুর্শিদাবাদ জেলার যোগাযোগের প্রধান সড়ক। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান, উপপ্রধান সহ দপ্তরের ইঞ্জিনিয়াররা এবং এলাকার বহু মানুষ। টেন্ডারের ভিত্তিতে এই রাস্তা সম্পূর্ণ করার জন্য দায়িত্ব পেয়েছেন মেসার্স ইলিয়াস খান। রাস্তার মোড়ে এমনই নোটিশ বোর্ড দেওয়া হয়েছে। আজ থেকেই রাস্তার কাজ শুরু হয়ে গেছে বলে তিনি জানিয়েছেন।

ছবিঃ দিপু মিঞা, মুরারই: বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *