শম্ভুনাথ সেনঃ
“সুপুষ্টি” পক্ষ উদযাপনের লক্ষ্য হিসেবে বীরভূমের ময়ূরেশ্বর ১ নং ব্লকের সুসংহত শিশু বিকাশ কেন্দ্রের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়। ১২-২৩ মার্চ দুদিন ধরে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গর্ভবতী মা ও পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় সচেতনতা মূলক সভা। মায়েদের পুষ্টি স্বাস্থ্য ও শিশুদের যত্ন নিয়ে তাদের দেওয়া হয় নানা পরামর্শ। এই সভায় এলাকার অঙ্গনওয়াড়ী কর্মী, সহায়িকা ছাড়াও আশা দিদিমনি, পঞ্চায়েত সদস্যরা উপস্থিত ছিলেন। আজ ১৩ মার্চ সুপুষ্টি পক্ষ উপলক্ষে ICDS ও অঙ্গনওয়াড়ী কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় মল্লারপুর আইসিডিএস অফিসে। এদিন শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা, প্রাক শৈশব বিকাশ নিয়ে আলোচনা করা হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রতি শিশু আলয়কে প্রাক প্রাথমিক শিক্ষার মডেল কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সিডিপিও সায়নদীপ চট্টোপাধ্যায়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুপারভাইজার আয়েশা বেগম, অর্চনা সাহা, আশরা বেগম প্রমুখ।