বীরভূমের মল্লারপুরে ঠাকুর অনুকূলচন্দ্রের নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন ও সৎসঙ্গ কেন্দ্রের উদ্বোধন

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের মল্লারপুর থানার বাহিনা-কামরাঘাট রোড সংলগ্ন রাজপুত বাড়ী লাগোয়া ১৫ মার্চ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নবনির্মিত মন্দিরের দারোদ্ঘাটন হয়। সেই সঙ্গে এই নতুন সৎসঙ্গ কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে সকাল থেকে উষাকীর্তন, পূজা পাঠ, আলোচনা সভা এবং শ্রী শ্রী ঠাকুরের ১৩৬ তম জন্ম মহা-মহোৎসব সাড়ম্বরে উদযাপিত হয়।

ঠাকুরের সহ প্রতি ঋত্বিক তথা জেলা সম্পাদক অনিল চক্রবর্তী, সহ প্রতি ঋত্বিক তপন ঘোষ, সলিল মুখার্জী, নিমাই সাহা, কামাখ্যা মণ্ডল, বিনয় দাস সহ পুরুষোত্তমের রেতবাহী, পূজনীয় অনিরুদ্ধ চক্রবর্তীর উপস্থিতিতে ভক্ত-শিষ্যদের মহামিলন উৎসব এক অন্য মাত্রা নিয়ে আসে। এই উৎসবকে কেন্দ্র করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ঠাকুরের অনুরাগী শিষ্যরা সমবেত হন। দুপুরে অন্তত ৪ হাজার পুণ্যার্থী ভাণ্ডারা প্রসাদ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *