বাজলো ভোটের দামামা, বীরভূমের দুটি লোকসভা কেন্দ্রের ভোট ১৩ মে

দীপককুমার দাসঃ

আজ ঘোষিত হলো ১৮তম লোকসভা ভোটের নির্ঘন্ট। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন। এবারে সাতদফায় লোকসভা ভোট হতে চলেছে। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ, ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোট, ৭ মে তৃতীয় দফার ভোট, ১৩ মে চতুর্থ দফার ভোট, ২০ মে পঞ্চম দফার ভোট, ২৫ মে ষষ্ঠ দফার ভোট, ১ জুন শেষ তথা সপ্তম দফার ভোট গ্রহণ হবে। ভোট গননা ৪ জুন। ১৩ মে, সোমবার চতুর্থ দফায় বোলপুর, বীরভূম, রাণাঘাট, কৃষ্ণনগর, আসানসোল, বর্ধমান পূর্ব, বর্ধমান দূর্গাপুর ও বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ হবে। সেই সাথে ৭ মে মালদহের ভগবানগোলা ও ১ জুন উত্তর ২৪ পরগনার বরাহনগরে উপনির্বাচনের দিন ঘোষনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *