ফুটবল খেলায় অংশ নিতে দেশের হয়ে আমেরিকা পাড়ি দিচ্ছে বীরভূম থেকে পাপিয়া মুর্মূ

সেখ রিয়াজুদ্দিনঃ

আগামী জুলাই মাসে আমেরিকার মিশিগান-এ অনুষ্ঠিত হবে স্পেশাল অলিম্পিক ইউনিফায়েড ফুটবল প্রতিযোগিতা। সেখানে ভারতের হয়ে খেলায় অংশগ্রহন করতে দেখা যাবে বীরভূমের এক কলেজ পড়ুয়া বিশেষ চাহিদা সম্পন্ন, আদিবাসী ছাত্রী পাপিয়া মুর্মুকে। তাই তার খেলার শিক্ষকের তত্ত্বাবধানে জোর কদমে চলছে প্রশিক্ষণের অনুশীলন। বীরভূম জেলার সিউড়ী-১নং ব্লকের কাঁটাবুনি গ্রামে ফুটবলার এই পাপিয়া মুর্মুর বাড়ি। সে সিউড়ি বিদ্যাসাগর কলেজের প্রথম বর্ষের ছাত্রী। আগামী জুলাই মাসে পাপিয়া স্পেশাল অলিম্পিকে ভারতীয় ইউনিফায়েড মহিলা দলের হয়ে অংশ নেবে। এতথ্য জানিয়েছেন জেলা সমগ্র শিক্ষা মিশনের কো-অর্ডিনেটর শুকদেব চক্রবর্তী। অলিম্পিক ভারতের পক্ষ থেকে সেই চিঠি এসে পৌঁছেছে জেলায়। সেই কথা জানানোর পাশাপাশি পাপিয়ার জন্য পাসপোর্টও তৈরি রাখতে বলা হয়েছে। ফুটবলার হিসেবে জেলা থেকে আমেরিকার মিশিগান এ অনুষ্ঠিত হতে যাওয়া খেলায় অংশ গ্রহণ করার খবরে জেলার সমস্ত স্তরে খুশির হাওয়া, সেই সাথে চলছে শুভেচ্ছা জ্ঞাপন সরকারি বেসরকারি সহ বিভিন্ন ব্যাক্তিদের মাধ্যমে। ভারতীয় জাতীয় ফুটবল দলে নির্বাচিত হওয়ার জন্য সিউড়ি বিধানসভার নগরী অঞ্চলের মেয়ে পাপিয়া মুর্মূ কে তার বাড়িতে গিয়ে আগামী দিনের সাফল্যের জন্য শুভকামনা জানান ও তার হাতে উপহার স্বরূপ ফুটবল, জুতো ও ফুলের তোড়া তুলে দেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকেও সিউড়ি থানায় একটি অনুষ্ঠানের মাধ্যমে ফুটবল, জার্সি ও আর্থিক অনুদান প্রদান করা হয়। ফুটবল জাতীয় দলে অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া শুভেচ্ছা বার্তা ও কিছু উপহার স্বরূপ পাপিয়া মুর্মূর হাতে তুলে দেওয়া হয় শনিবার সিউড়ি এক নম্বর ব্লক অফিসে এক মনোজ্ঞ অনুষ্টানের মাধ্যমে। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক বিধান রায়, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সিউড়ি এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *