ধর্মরাজ পূজা উপলক্ষে পেরুয়া গ্রামীণ যাত্রানুষ্ঠানের ১২৫ তম বর্ষ উদযাপন সমারোহ ও নানান অনুষ্ঠান

বিপিন পালঃ

“গাজনেতে ধর্মরাজে অসংখ্য প্রণাম,
প্রণাম আমি বুড়ো রায়ে গাজনেতে ধাম।”
ধর্মঠাকুর পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের গ্রামীণ জনসাধারণ কর্তৃক পূজিত এক হিন্দু দেবতা। তিনি ধর্মরাজ বা ধর্ম নামেও পরিচিত। এই ধর্মরাজ পূজাকে কেন্দ্র করে এক অনাবিল উৎসব আনন্দে মেতে ওঠে বীরভূম জেলার খয়রাশোল থানার অন্তর্গত পেরুয়া গ্রাম। ৫ দিন ব্যাপী চলা নানান ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমারোহে এই উৎসব প্রকৃত অর্থেই হয়ে ওঠে মিলন মেলা। লোক সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক হল যাত্রা নাটক থিয়েটার। প্রাচীন ধর্মরাজ পূজাকে কেন্দ্র করে সংস্কৃতির ধারাকে আজও বহন করে চলেছে “পেরুয়া অপরাজিতা নাট্য সংস্থা”। আজ ১৫ মে ২০২২ এক বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে শুভারম্ভ হল পেরুয়া গ্রামীণ যাত্রানুষ্ঠানের ১২৫ তম বর্ষ উদযাপন সমারোহ। চলবে আগামী ১৯ মে পর্যন্ত। অনুষ্ঠানসূচীতে রয়েছে লুটগড়াগড়ি, নৃত্যানুষ্ঠান, ভাঁড়ার অনুষ্ঠান, নাটক, যাত্রা, বানফোঁড়া, চড়ক অনুষ্ঠান, বাজি প্রদর্শনী সহ নানান অনুষ্ঠান। বিষদে জানালেন যাত্রা কমিটির অন্যতম সদস্য মানস গুপ্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *