মেহের সেখঃ
২১শে মার্চ বিশ্ব কবিতা দিবস উপলক্ষে সাহিত্য অকাদেমির উদ্যোগে সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চল কার্যালয়ের কলকাতা অফিসের প্রেক্ষাগৃহে বিকেল সাড়ে চারটে থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বহুভাষী কবি সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে স্বাগত ভাষণ প্রদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চল কার্যালয়ের সচিব ড. দেবেন্দ্রকুমার দেবেশ। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন বাংলা ভাষার কবি রাহুল পুরকায়স্থ, ইংরেজি ভাষার কবি নিশি পুলুগুর্থ ও মৈথিলী ভাষার তরুণ কবি রুপেস টিওথ। সমগ্র অনুষ্ঠানটিতে সভাপতির আসন অলংকৃত করেন হিন্দি ভাষার প্রতিষ্ঠিত কবি প্রভাত পাণ্ডে। ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটান সাহিত্য অকাদেমির সহকারী সম্পাদক ক্ষেত্রবাসী নায়েক।