বীরভূমের বগটুই গণহত্যা কান্ডের দ্বিতীয় বর্ষপূর্তিতে স্বজন হারাদের পাশে বীরভূম বিজেপির প্রতিনিধিরা

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের বগটুই গণহত্যা কান্ডের দ্বিতীয় বর্ষপূর্তিতে স্বজন হারানো পরিবারের সঙ্গে দেখা করল বীরভূম বিজেপির এক প্রতিনিধিদল। এদিন নিহতদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা, প্রাক্তন জেলা সভাপতি দুধকুমার মণ্ডল সহ জেলা প্রতিনিধি দলের সদস্যরা।
এবছরের ২১ মার্চ বীরভূমের বগটুই গনহত্যার ২য় বর্ষপূর্তি। আর এই বর্ষপূর্তি উপলক্ষে বিজেপির রাজনৈতিক নেতারা আজ নিহতদের স্মরণে হাজির হয় বগটুইতে। উল্লেখ্য, গত ২০২২ সালের এমন এক ২১ মার্চ রাত ৮ টা নাগাদ রামপুরহাটের বগটুই মোড়ে বোমার আঘাতে খুন হন রামপুরহাট ১ নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূলের ভাদু সেখ। সেই খুনের বদলা নিতে নিমেষের মধ্যে গ্রামে ১২ টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। গ্রামেরই মিনা বিবি নাজমা বিবি, রূপালী বিবি, মর্জিনা খাতুন কাজী সাজিদুর রহমান সহ মোট ১০ জন পুড়ে মারা যায়। এই নৃশংস হত্যাকাণ্ডের দগদগে ঘা এখনো স্পষ্ট। উল্লেখ্য, বগটুই গ্রামে ১০ জন নিহতদের স্মরণে গড়ে তোলা হয় দুটি শহীদবেদী। দীর্ঘ প্রায় দু’বছর পেরিয়ে গেছে। স্বজন হারাদের হারানোর যন্ত্রণা ধীরে ধীরে কাটিয়ে উঠছে পরিবারের সদস্যরা। স্বাভাবিক ছন্দে ফিরছে সেই চেনা মানুষের যাতায়াত । বগটুই গণহত্যাকান্ডের দ্বিতীয় বর্ষে এদিন শহীদ বেদীতে মাল্যদান পুষ্প নিবেদনের মধ্য দিয়ে বিজেপি স্বজনহারা পরিবারের সঙ্গে দেখা করেন ও তাদের খোঁজ খবর নেন বীরভূম বিজেপির জেলা প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *