
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বোলপুর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে আজ ২২ শে মার্চ সাতসকালেই ইডি অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা হানা দেয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলে মন্ত্রীর বোলপুরের নিচুপট্টির বাড়ি। উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের পাড়াতেই মন্ত্রীর বাড়ি। সম্ভবতঃ গরুপাচার ও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের স্বার্থেই এই হানা বলে মনে করা হচ্ছে। আজ তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি’র প্রতিনিধি দল। দীর্ঘদিন ধরেই গরুপাচার ও নিয়োগ দুর্নীতির মামলায় উঠে আসছিল রাজ্যের এই মন্ত্রীর নাম। ২ বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে তলবও করে। তিনি হাজিরাও দিয়েছিলেন বলে খবর। এরই মাঝে আজ শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ বেশ কয়েকটি গাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে যান চন্দ্রনাথ সিনহার নিচুপট্টি এলাকার বাড়িতে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেন তাঁর বাড়ি। ভিতরে তাঁর স্ত্রী ও পুত্রের সঙ্গে কথা বলেন। সূত্রের খবর, ইডি আধিকারিকরা নিচুপট্টির বাড়িতে গেলেও সেখানে ছিলেন না মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তিনি রয়েছেন মুরারইয়ের বাড়িতে। মন্ত্রী চন্দ্রনাথের বাড়ীর আশেপাশে বেশ কিছু তৃণমূলের কর্মী সমর্থক ও তাঁর অনুগামীরা জড় হলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের হটিয়ে দেয়। লাঠি নিয়ে জওয়ানরা তেড়ে যায়। প্রসঙ্গত এদিন কলকাতার চেতলা, নিউটাউন সহ বেশ কয়েকটি এলাকায়ও হানা দিয়েছে ইডি।