সেখ রিয়াজুদ্দিনঃ
সিউড়ি দু নম্বর ব্লকের পুরন্দপুর অঞ্চলের সাজিনা গ্রামে, প্রগতি সংঘের পরিচালনায় প্রতিবছরের ন্যায় এবারও বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল। গ্রামের সমস্ত কচিকাঁচাদের পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের ছোট ছোট বাচ্চাদের নিয়ে এই অনুষ্ঠানটি মুখরিত হয়ে ওঠে। এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা রাজশ্রী মুখার্জি ও গোবিন্দ বাগদি বাচ্চাদের অনুষ্ঠানের জন্য প্রস্তুত করে। একটা প্রত্যন্ত গ্রামে বসে শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসবের আনন্দ উপভোগ করেন। গ্রাম বাংলার ঐতিহ্যকে এভাবেই ধরে রেখেছেন দীর্ঘদিন যাবৎ। সাজিনা প্রগতি সংঘের সম্পাদক গৌতম পাল এবং সভাপতি অরুন চ্যাটার্জী এই অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করার জন্য ক্লাবের সমস্ত সদস্যদের সহযোগিতায় প্রায় এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে থাকেন। এছাড়াও ক্লাবে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির, দুঃস্থদের বস্ত্র দান ইত্যাদি সামাজিক কাজকর্মের মাধ্যমে নিয়োজিত থাকেন বলে উদ্যোক্তাদের বক্তব্য l