বীরভূমের দুবরাজপুর পুরসভায় অনুষ্ঠিত হলো “বসন্ত উৎসব”

শম্ভুনাথ সেনঃ

শিল্পীদের উৎসাহ ও উদ্দীপনায় সঙ্গীত ও নৃত্য শিক্ষা সংস্থা “সুরেশ নৃত্যকলা’র” উদ্যোগে ২৬ মার্চ বীরভূমের দুবরাজপুর নেপাল মজুমদার ভবনে অনুষ্ঠিত হলো “বসন্ত উৎসব”। মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলন এবং বৈদিক মন্ত্র পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে মঞ্চের গৌরবময় অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। উপস্থিত ছিলেন দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পাণ্ডে, অবসরপ্রাপ্ত শিক্ষক ড. নীলমাধব নাগ, অজিত চৌধুরী কাউন্সিলর মাণিক মুখোপাধ্যায়, বুলটি চক্রবর্তী প্রমুখ। এদিন দুবরাজপুর পুরপ্রধান পীযুষ পাণ্ডে এবং বীরভূমের এক প্রথিতযশা গীতিকার, ছড়াকার তথা দূরদর্শন শিল্পী নারায়ন কর্মকারের হাতে সংস্থার পক্ষ থেকে স্মারক সংবর্ধনা জ্ঞাপন করা হয়। দুটি কথা একটি কবিতা বলে উপস্থিত শ্রোতা দর্শকদের মন ছুঁয়ে দেয় কাউন্সিলার তথা আবৃত্তি শিল্পী মানিক মুখোপাধ্যায়। শিল্পী নারায়ণ কর্মকার তার লেখা ও সুরে “বীরভূম একটাই দেশ” সংগীত পরিবেশন অনুষ্ঠানের আলাদা মাত্রা নিয়ে আসে। শ্রোতা, শিল্পী ও দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠান ভবন ছিল পরিপূর্ণ। পরবর্তীতে সুরেশ নৃত্যকলার ছাত্র-ছাত্রীরা বসন্ত বিষয়ক রবীন্দ্র নৃত্য পরিবেশন করেন। পরিশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের “বীরপুরুষ” নৃত্যনাট্য মঞ্চস্থ করে নৃত্যকলার শিল্পী ও কলাকুশলীরা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শিক্ষক দীপক দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *