শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সিউড়ি ইয়ং নাট্য সংস্থার আয়োজনে ২৫ মার্চ বীরভূম জেলা আন্তঃ বিদ্যালয় নাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সিউড়ি রামকৃষ্ণ সভাগৃহে। উদ্বোধক রূপে উপস্থিত ছিলেন আননের প্রাণপুরুষ তথা নাট্য ব্যক্তিত্ব স্বপন রায়। জেলার বিভিন্ন বিদ্যালয় এদিন তাদের প্রযোজনা নিয়ে প্রতিযোগিতামূলক নাটক মঞ্চস্থ করে। বিচারক মন্ডলীর আসন অলংকৃত করেন বর্তমান সময়ের ছোটো ও বড়দের সব ধরনের থিয়েটারের তিন তরুণ প্রতিভা নদীয়ার হিমাদ্রি শেখর দে, আসানসোলের রুদ্র প্রসাদ চক্রবর্তী এবং কলকাতা থেকে শুভঙ্কর অধিকারী। ইয়ং নাট্য সংস্থার কর্ণধার নির্মল হাজরা জানিয়েছেন এই নিয়ে তাদের পঞ্চম বর্ষের আন্তঃ বিদ্যালয় নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এদিন “রবি” নাটকটি মঞ্চস্থ করে সিউড়ির কে.ই. কারমেল স্কুল প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থান অধিকার করে ভবানীপুর জুনিয়র উচ্চ বিদ্যালয়, তাদের নাটক ছিল “শূন্য পেলেন সরস্বতী” এবং চিনপাই উচ্চ বিদ্যালয় “লক্ষণের শক্তিশেল” মঞ্চস্থ করে তৃতীয় স্থান অধিকার করে। এদিন ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতামূলক নাটক দেখতে দর্শক আসন ছিল পরিপূর্ণ।