শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সিউড়ি “ইয়ং নাট্য সংস্থা’র” আয়োজনে ২৭ মার্চ “বিশ্ব নাট্য দিবস” সাড়ম্বরে উদযাপিত হয়। ১৬ তম বর্ষের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সিউড়ির বিভিন্ন নাট্য সংস্থা। সিউড়ির কেন্দুয়া রক্ষাকালী তলা ক্লাব এর মঞ্চে এদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠান। সম্প্রতি প্রয়াত নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের নামাঙ্কিত মঞ্চে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রথমেই শহীদ বেদীতে মাল্যদান করেন বিভিন্ন শিল্পীরা।
পরে মঞ্চে অতিথিদের বরণ করে নেন ইয়ং নাট্য সংস্থার কর্ণধার নির্মল হাজরা। অতিথিদের হাত ছুঁয়ে প্রজ্বলিত হয় মাঙ্গলিক প্রদীপ। নিজের লেখা ও সুরে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন নাট্যশিল্পী তথা শিক্ষক বিমল সোম। এদিন অভিনেতা অনির্বাণ ঘোষ তাঁর বক্তব্যে বিশ্ব নাট্য দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। সপ্তপর্ণী সংস্থার কর্ণধার অলকা গাঙ্গুলী পরিবেশন করেন সংগীত। মঞ্চ আলোকিত করেন পুরোনো দিনের অভিনেতা প্রবোধ গাঙ্গুলী, কান্ত গোপাল সাউ প্রমুখ।
দ্বিতীয় পর্বে মঞ্চস্থ হয় নাটক। প্রথমেই “এখনই” সংস্থার “ছেলে ভালো আছে” নাটক মঞ্চস্থ হয়। পরে “বীরভূমের আনন” মঞ্চস্থ করে “আমাকে দেখুন”। “থিয়েটার অভিযান” তাদের নাটক পরিবেশন করে “হরিচরণের ইজ্জত”। শেষে “ইয়ং নাট্য সংস্থা” মঞ্চস্থ করে “আলোর দিশা”। প্রত্যেকটি নাটক মঞ্চস্থ হবার পরেই নাট্য দলের কর্ণধারদের হাতে তুলে দেওয়া হয় উৎসব স্মারক। এদিন মোট ৪ টি নাট্যদল বিশ্ব নাট্য দিবস উৎসব উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন নাট্য অনুরাগী সুশান্ত রাহা।