
সেখ রিয়াজুদ্দিনঃ
আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হতেই প্রার্থীদের নাম ঘোষণা থেকে দেওয়াল লিখন সহ প্রচার কার্যে ঝাঁপিয়ে পড়েছে কমবেশি সমস্ত রাজনৈতিক দলগুলি। যদিও বিজেপি বীরভূম লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম এখনো পর্যন্ত ঘোষণা করেননি। তথাপি দলীয় কর্মসূচি, বৈঠক, যোগদান ইত্যাদি কাজকর্মের দিকে পিছিয়ে নেই। সেরূপ বৃহস্পতিবার দুবরাজপুর বিধানসভার নাকড়াকোন্দা অঞ্চলের ৫৫ ও ৫৬ নং বুথ থেকে ২৫ টি পরিবারকে সিপিএম থেকে এনে ভোট বৃদ্ধির লক্ষ্যে বিজেপিতে যোগদান করান এক অনুষ্ঠানের মাধ্যমে। নরেন্দ্র মোদিজীর হাত শক্ত করতেই সিপিএম থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান বলে বিজেপি নেতৃত্বের বক্তব্য। এদিন যোগ দানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার দুই সাধারন সম্পাদক টুটুন নন্দী ও রিতা পাল, জেলার দুই সম্পাদক সুকুমার নন্দী ও সঞ্জীব বাদ্যকর, সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি মোতাহার খান, সহ সভাপতি টিকলু খাঁ, খয়রাশোলে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা প্রদীপ রুইদাস, ব্লক কনভেনার রাজু দাস, কো কনভেনর অনুপম বাগ, মন্ডল সভাপতি সুদন বাউরী সহ অন্যান্য কার্যকর্তা ও কর্মীবৃন্দ।