বীরভূমের কাঁকরতলা থানার আরং গ্রামে বন্ধুর গুলিতে বন্ধু খুন, আজ দুবরাজপুর আদালতে ২ বন্ধুর ৫ দিনের পুলিশ হেফাজত

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের খয়রাশোল ব্লকের কাঁকড়তলা থানা এলাকার আড়ং গ্রামে মদের আসরে গুলি চলার ঘটনায় এক বন্ধুর মৃত্যু হয়। বাকি দুই বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ। আজ ২৯ মার্চ তাদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন । উল্লেখ্য, গত ২৭ মার্চ, বুধবার রাতে কাঁকড়তলা থানা এলাকার আড়ং গ্রামে তিন বন্ধু মিলে মদের আসরে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চলে। সেই ঘটনায় পতিত মন্ডল নামে বছর ২৪ এর এক যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে কাঁকড়তলা থানার পুলিশ প্রসেনজিৎ বাউরি ও ভোলানাথ মণ্ডল নামে ২ বন্ধুকে গ্রেপ্তার করে। জানা গেছে মদের নেশায় বন্দুক নিয়ে খেলা দেখাতে গিয়ে বন্ধুর বুকে গুলিবিদ্ধ হয়ে বন্ধুরই মৃত্যু হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটে বীরভূমের কাঁকরতলা থানার পারসুন্ডি গ্রাম পঞ্চায়েতের আরং গ্রামে। এমন আকস্মিক, মর্মান্তিক ঘটনার পর বন্ধুরা পুলিশে খবর দেয়। এক বন্ধু তার কাছে লুকিয়ে রাখা একটি 9MM বন্দুক বের করে বন্ধুদের দেখায়। কৌতুহলী হয়ে বাকি দুই বন্ধু বন্দুকটি নিয়ে দেখতে যায়। সেসময় অসাবধানতা বশত একজন বন্দুকের ঘোড়া টিপে দিলে অপর প্রান্তে থাকা পথিকের বুকে গিয়ে লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কাঁকরতলা থানার পুলিশ সঙ্গে সঙ্গে রাতেই ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তবে প্রশ্ন উঠেছে, লোকসভা ভোটের মুখে কিভাবে গ্রামের সাধারণ যুবকদের কাছে এই আগ্নেয়াস্ত্র এল! তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *