প.ব. বাউরি সমাজ শিক্ষা সমিতির ডাকে বীরভূমের কচুজোড়ে নবম স্বাভিমান যাত্রা

শম্ভুনাথ সেনঃ

“শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, আর বিপ্লব আনে পরিবর্তন” এই ভাবনাকে সামনে রেখে গত ২৯ মার্চ “পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতি’র” উদ্যোগে নবম স্বাভিমান যাত্রার আয়োজন করা হয় বীরভূমের সদাইপুর থানার কচুজোড়ে। এদিন সমাজের পিছিয়ে পড়া বাউড়ী সমাজের পুরুষ মহিলারা একত্রিত হয়ে একটি শোভাযাত্রায় অংশ নেন।পরে অনুষ্ঠিত হয় মূল মঞ্চের অনুষ্ঠান। উল্লেখ্য,এই বাউড়ী সমাজ এরাজ্যের পুরুলিয়া,ঝাড়গ্রাম, বাঁকুড়া,পশ্চিম বর্ধমান,বীরভূম এমন ৭-৮ টি জেলায় তাদের সংগঠন ইতমধ্যেই মজবুত করেছে। তাদের সমাজের উন্নয়নে বিভিন্ন দাবী-দাওয়ার ভিত্তিতে এই সংগঠন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমিতির রাজ্য সভাপতি সুমন্ত বাউড়ী। এই স্বাভিমান যাত্রায় উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বীরভূমের গর্ব রতন কাহার,পশ্চিমবঙ্গ বাউরী সমাজ শিক্ষা সমিতির রাজ্য সভাপতি সুমন্ত বাউরি,অবজারভার রবি ক্ষেত্রপাল, ভূমিপুত্র অধিকার মঞ্চের রাজ্য কমিটির নিতাই বাউরি, বীরভূম জেলা কমিটির বিবেক বাউরি, কো কনভেনার বিশ্বনাথ দলুই, মহিলা কমিটির সদস্য অমৃতা কাহার সহ আরো অন্যান্যরা। এদিন রাজ্য সংগঠনের নেতৃত্বদের কাছে পেয়ে উপস্থিত সমাজের স্থানীয় নেতৃবৃন্দ উৎসাহিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *