
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের “উন্মনা” সাহিত্য পত্রিকার একাদশ বর্ষের ২৬ তম সংখ্যা সাড়ম্বরে আজ ৩০ মার্চ প্রকাশিত হল। এই উপলক্ষে মল্লারপুর শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমে বসে সাহিত্য সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরভূম মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড.পার্থসারথী মুখোপাধ্যায়। জেলার বিভিন্ন প্রান্তের শতাধিক কবি সাহিত্যিকদের উপস্থিতিতে চলে সারা দিনের অনুষ্ঠান। “উন্মনা” পত্রিকার সম্পাদিকা ভারতী ধর ২৬ তম পত্রিকা প্রকাশের নানা কথা তুলে ধরেন। উপস্থিত ছিলেন পত্রিকার কর্ণধার শরদিন্দু ধর, অবসরপ্রাপ্ত অধ্যাপক হুমায়ুন কবির, ড.চৈতন্য বিশ্বাস, ড. বাদল সাহা, নিতাই পদ ঘোষ ও অন্যান্য সাহিত্যপ্রেমী প্রবীণ ও নবীন প্রজন্মের প্রতিনিধিরা। সেইসঙ্গে স্কুলের ছাত্র-ছাত্রীরা। ১৩২ পাতার এই পত্রিকায় অন্তত ১০০ জন লেখক লেখিকার কবিতা, গল্প, প্রবন্ধ ছবি ও কার্টুন প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন “উন্মনা” সাহিত্য পত্রিকার সহ সম্পাদক তথা শিক্ষক দীপ্ত হালদার। পত্রিকায় কার্টুন এঁকেছেন প্রখ্যাত কার্টুনিস্ট সুদর্শন মুখোটি। উপেন্দ্র কিশোর শিশু সাহিত্য পুরস্কারে পুরস্কৃত সাহিত্যিক হেমেন্দু শেখর জানার গল্প সহ নানা বিচিত্র পরিবেশনা ঠাঁই পেয়েছে পত্রিকা জুড়ে। এদিন সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলে এই মনোজ্ঞ অনুষ্ঠান। উপস্থিত সাহিত্য সেবীদের ধন্যবাদ জ্ঞাপন করেন শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমের পরিচালক সুকান্ত মণ্ডল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেখক তাঞ্জিলাল সিদ্দিকী।