চুরি যাওয়া মোটরসাইকেল প্রকৃত মালিক ফিরে পেল খয়রাসোল থানার তৎপরতায়

সেখ রিয়াজুদ্দিনঃ

২০১৯ ও ২০২১ সালে চুরি হয়ে যায় দুটি মোটরসাইকেল ঝাড়খন্ডের গিরিডি ও ধানবাদ জেলা থেকে। স্থানীয় থানা এলাকায় এনিয়ে চুরির অভিযোগ দায়ের হলেও ফিরে পাওয়ার আসা একপ্রকার ছেড়েই দিয়েছিলেন গাড়ির মালিকগণ। ঘটনাচক্রে গত ১৩ ই মার্চ খয়রাশোল থানার পুলিশ পাণ্ডবেশ্বর থেকে খয়রাশোল রাস্তার উপর পাঁচটি অবৈধ কয়লা ভর্তি মোটরসাইকেল আটক করে মামলা রুজু হয়। এরপর তদন্তে বেরিয়ে আসে আটককৃত পাঁচটি মোটরসাইকেলের মধ্যে দুটি চোরাই মোটরসাইকেল। যারমধ্যে একটি ঝাড়খণ্ডের গিরিডির টাউন থানাতে ২০২১ সালের জানুয়ারি মাসে এবং অন্যটি ২০১৯ সালের অক্টোবর মাসে ধানবাদ জেলার সরাইডেলা থানা এলাকা থেকে চুরির অভিযোগ দায়ের হয়। খয়রাসোল থানার ওসির নির্দেশানুসারে তদন্তকারী অফিসার তৎক্ষণাৎ উক্ত গাড়ি দুটির ভেইকেল পার্টিকুলার্স বার করে গাড়ির প্রকৃত মালিকদের নাম ঠিকানা জানার সাথে সাথে সেই এলাকার থানার সাথেও যোগাযোগ করেন। কোটের নির্দেশ মোতাবেক ঝাড়খন্ড রাজ্যের ধানবাদ জেলার ঝরিয়া থানার অন্তর্গত হেমন্ত কুমার পাঠক আজ ১ এপ্রিল তার চুরি যাওয়া মোটরসাইকেলটি ফিরে পেলেন খয়রাসোল থানার তৎপরতায়। চুরি যাওয়ার পাঁচ বছর পর নিজের গাড়ি ফিরে পাওয়ায় স্বভাবতই চোখে মুখে হাসির রেখা পাশাপাশি খয়রাশোল থানা তথা বীরভূম জেলা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।অন্যজনও খুব শীঘ্রই গাড়ি নিতে আসবেন বলে তিনি জানিয়েছেন। আদালতের নির্দেশ মোতাবেক তাকেও গাড়ি ফেরত দেওয়া হবে বলে খয়রাসোল থানা সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *